বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত একটি কমিউনিকেশন ও ব্রডকাস্টিং স্যাটেলাইট । এর মাধ্যমে যেসব সেবা দেয়া যাবে তা হল:

ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম)

Ku ব্যান্ডের মাধ্যমে এই সেবা দেয়া হবে। যার ফলে গ্রাম, শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল টিভি ও রেডিও সম্প্রচার পৌঁছে যাবে। গ্রাহক ছোট একটা এন্টেনা দিয়ে এ সেবা গ্রহণ করতে পারবে।

ভিডিও সম্প্রচার

স্যাটেলাইটের C ব্যান্ডের মাধ্যমে এ সেবা দেয়া যাবে। এ সেবার মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাভারেজ এরিয়ার যে কোন জায়গায় ভিডিও সম্প্রচার করা যাবে। গ্রাহক ছোট থেকে মাঝারী ধরণের এন্টেনার মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবে।

VSAT নেটওয়ার্ক

স্যাটেলাইটের এ সেবার মাধ্যমে যে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুরক্ষিত নেটওয়ার্ক তৈরী করতে পারবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ C ব্যান্ডের মাধ্যমে এ সেবা প্রদান করতে পারবে।

ব্রডব্যান্ড

বঙ্গবন্ধু স্যাটেলাইটের Ku ব্যান্ডের বীমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে যে কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইন্টারনেট সুরক্ষিত রেখে ব্যবহার করতে পারবে।

কমিউনিকেশন ট্র্যাংক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর C ব্যান্ডের মাধ্যমে এ সেবা দেয়া যাবে। এর মাধ্যমে দুর্গম এলাকায় টেলিকমিউনিকেশন ও মোবাইল কমিউনিকেশন সেবা পৌঁছে দেয়া যাবে।