প্রেস রিলিজ

সেনা সদর ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

"প্রেস রিলিজ"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ (সোমবার) তারিখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর প্রধান কার্যালয়ে একটি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে ও কোম্পানির সম্মানিত পরিচালকগণের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমান। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

-------স্বাক্ষরিত -----

শাহরীয়ার আহমেদ চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক

বিএসসিএল

"প্রেস রিলিজ"


বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর সকল গ্রাহক ও স্টেক হোল্ডারদের সদয় অবগতির জন্য আসন্ন সৌর ব্যতিচারের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলঃ

Date Start time Stop time Duration (min)
29-Sep-20 9:34am 9:39am 0:05
30-Sep-20 9:31am 9:41am 0:10
1-Oct-20 9:30am 9:42am 0:12
2-Oct-20 9:29am 9:42am 0:13
3-Oct-20 9:29am 9:42am 0:13
4-Oct-20 9:29am 9:41am 0:12
5-Oct-20 9:29am 9:40am 0:11
6-Oct-20 9:31am 9:38am 0:07


উক্ত সময়কালে সেবায় বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার  জন্য বিএসসিএল আন্তরিকভাবে দুঃখিত।

-------স্বাক্ষরিত -----

শাহরীয়ার আহমেদ চৌধুরী

ব্যবস্থাপনা পরিচালক

বিএসসিএল

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রেস রিলিজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর  পরিচালনা ও বিপণনকারী সরকারি মালিকানাধীন কোম্পানি “বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)” এর নাম যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এর ১৬ আগস্ট ২০২০ তারিখের জারিকৃত সনদ অনুযায়ী পরিবর্তিত হয়ে বর্তমানে “বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)” হয়েছে।
এখন থেকে দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সকল ক্ষেত্রে “বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)” নামে কোম্পানির কার্যক্রম পরিচালিত হবে।